১ জন থেকে ৫৯ হাজার জনে ছড়াতে পারে করোনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৫
Link Copied!

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কোনো ব্যক্তি সঙ্গনিরোধ কিংবা সামাজিক দূরত্বের নিয়ম মেনে না চললে প্রাকৃতিক ইকোসিস্টেমের মাধ্যমে তার দ্বারা ৫৯ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন! ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনটেনসিভ কেয়ার মেডিসিনের প্রফেসর ডাঃ হিউ মন্টগোমেরি এমন দাবি করেছেন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২২ জন। দেশটিতে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তার আগে নিজ দেশের মানুষকে সতর্ক করতে ভাইরাসটির সংক্রমণ প্রবণতা নিয়ে গবেষণায় নামেন মন্টগোমেরি।

চ্যানেল ৪’কে দেয়া সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, ‘সাধারণ ফ্লুতে আমি আক্রান্ত হলে প্রাথমিকভাবে আমার দ্বারা ১.৩ অথবা ১.৪ জন মানুষ সংক্রমিত হবেন। ওই ১.৩ অথবা ১.৪ জন মানুষ সঙ্গনিরোধ অবস্থায় না গেলে দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু করবে। এভাবে ১০টি চক্র পূরণ হবে। ওই দশটি চক্র আবার দশটি স্তরে ভাগ হয়ে যায়।’

বিজ্ঞাপন

‘নভেল করোনা ভাইরাস এভাবে কয়েক গুণ বেশি স্তরের জন্য দায়ী। সেই স্তরগুলোতে একক কোনো ব্যক্তির থেকে ৫৯ হাজার জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন!’

যারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের সচেতন করে মন্টগোমেরি বলেন, ‘আমি কম গুরুত্ব দেয়ার কথা বলতে চাই না। শুধু বলতে চাই ব্যাপারটি কুৎসিত পর্যায়ে চলে যাবে। আপনি দূরত্ব বজায় না রাখলে সমাজের বড় একটি অংশকে ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হবে।’

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: