হোয়াটসঅ্যাপে ‘অটো ডিলিট মেসেজ’ ফিচার
মেসেজ পাঠিয়ে যারা ডিলিট করতে ভুলে যান, তাদের স্বস্তি দিতে নতুন ফিচার আনছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। কয়েকদিন আগে ডার্ক মোড চালু হওয়া এই অ্যাপে কিছুদিনের মধ্যে ‘অটো ডিলিট ফিচার’ আসবে।
মেসেজ পাঠানোর সময় আপনাকে দিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়। তারপর নিজে থেকে মুছে যাবে মেসেজ। গ্রুপ চ্যাট ও পার্সোনাল চ্যাট, উভয় ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।
১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস থেকে ১ বছর। পছন্দমতো সময়-অপশন বেছে নিতে পারবেন বার্তা প্রেরক।
আপাতত এই ফিচার খুলে দেওয়া হয়েছে বিটা ইউজারদের জন্য। পরে যখন সবার জন্য এই ফিচার আনবে হোয়াটসঅ্যাপ, তখন যে কেউ চ্যাট অপশনে গিয়ে সময় নির্বাচন করতে পারবেন। কতক্ষণ পর মেসেজ ডিলিট করে দিতে চান, তা বেছে নিতে পারবেন।
গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই সুবিধা উপভোগ করা যাবে। গ্রুপে গিয়ে আপনি যখন কোনো মেসেজ টাইপ করছেন, সেই সময়ই নির্দিষ্ট করে দিতে পারবেন, ঠিক কতক্ষণ পর মুছে দিতে চান সেই বার্তা।
কবে থেকে এই ফিচার ব্যবহার করা যাবে, তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ।