তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে: হু
মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি-কাশির সময় তালু নয়, বাহু দিয়েই নাক ও মুখ ঢাকা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু এমন পরামর্শ দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য তালু নয়, বাহু দিয়েই নাক ও মুখ ঢাকা সহজ আর বাস্তবসম্মত উপায়।
কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক-মুখ ঢাকতে বলা হচ্ছে?
সাধারণত হাঁচি-কাশির সময় আমরা হাতের তালুকেই ব্যবহার করি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লাখ কোটি জীবাণু।
আর সেই ড্রপলেটসে যদি কোভিড ১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে।
তাই তালুর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড ১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না।
প্রসঙ্গত মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে টালমাটাল বিশ্ব। দিন যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। পৃথিবীর সব দিকে শুধু লাশ আর লাশ। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০ জনে।