অভির নবম শুভজন্মদিন
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
বৃহস্পতিবার ১৮ জুন ২০২০। অভি সূত্রধর’র ৯ম শুভ জন্মদিন। আট বছর আগে এই দিনে ভালবাসার বন্ধন’র সৃষ্টিতে মা-বাবার কোলজুড়ে ঈশ্বর’র কৃপায় জন্মগ্রহন করে অভি সূত্রধর।
হাঁটি হাঁটি পা পা করে অভি সূত্রধর’র ৯ম বছরে পদার্পণ করেছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড উচ্চগাঁ গ্রামের প্রবাসি ও নিউজ পোর্টাল দৈনিক বাংলার অধিকার’এর প্রতিষ্ঠাতা সম্পাদক এস ডি স্বপন ও রিক্তা সূত্রধর পরিবারে আলোকিত করে জন্মগ্রহন করে অভি সূত্রধর।
শুভ জন্মদিনে প্রবাস ও পরিবার পক্ষ থেকে অভি সূত্রধর’র জন্য শুভেচ্ছাসহ ভালবাসা জানান। আগামী দিন গুলো যেন সুন্দর আলোকিত করে মানুষ হয়ে যেন দেশ ও সমাজের জন্য নিজেকে বিলীন করে দিতে পারে। এই আর্শীবাদ মা- বাবার।
শুভ হোক তোমার আগামী দিনের পথচলা, শুভ হোক আগামী দিনের প্রতিচ্ছবি। এই কামনার্থে ঈশ্বরের কাছে প্রার্থনা মা-বাবার। দৈনিক বাংলার অধিকার’এর সকল বন্ধু, বান্ধব, শুভাকাংখীদের কাছ থেকে অভি সূত্রধর’র জন্য সবাই দোয়া ও আর্শীবাদ চেয়েছেন বাবা এসডি স্বপন ও মা রিক্তা সূত্রধর।