হাজীগঞ্জে করোনায় ১৪ জন, উপসর্গে ৫৪ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ১২:৫৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ১২:৫৫
Link Copied!

হাজীগঞ্জ উপজেলায় গত ১০ দিন ধরে করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট আসছে না। প্রায় শতাধিক রিপোর্ট ঢাকায় আটকে আছে।

কিন্তু তার আগে ৩ শতাধিক রিপোর্টের মধ্যে ১৪ জন করোনায় মারা গেছেন বলে রিপোর্টে জানা গেছে।

বুধবারে চাঁদপুরে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে শাহরািস্ত উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন। বুধবার নতুন করে ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। চাঁদপুর সদর উপজেলা ১৩ জন, হাইমচর উপজেলার ২ জন। করোনা শনাক্ত ৩২ জনের মধ্যে শাহরাস্তি উপজেলার ২জন মৃত। তারা উপসর্গ নিয়ে মারা যান। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫২ জন। মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে মতলব দক্ষিণ উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা। তিনি মতলব উত্তর উপজেলারও দায়িত্বে ছিলেন। উপায়ন্ত না পেয়ে চিকৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের আবদুল বারেক (৫৫) জ্বর, সর্দি উপসর্গে মারা গেছেন। আবদুল বারেক দ্বাদশগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিজি বাড়ী ( জাকির মেম্বারের বাড়ী) বাসিন্দা।

উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন বুধবার সকালে জানান, হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জন করোনায় মারা যান। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাসিন্দা মো. ফজলুল হক হাওলাদার নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি জ্বর সর্দি কাশিতে মারা গেছেন। সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে তিনি মারা যান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: