মতলবে শতভাগ মাস্ক নিশ্চিত করতে মানববন্ধন
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যেগে ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের অংগ্রহনে শতভাগ মাস্ক পড়া নিশ্চিতকরণ সামাজিক, শারিরীক দুরুত্ব বজায় রাখা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া পণ্য বিক্রয় না করা এবং জনগনকে স্বাস্থ্যবিধি সমুহ মেনে চলার জন্য সচেতন করার লক্ষ্যে সচেতনতামুলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটায় স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নেতৃত্বে সচেতনতামূলক র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কায়সার জামিল হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারু হোসে,সাংবাদিক মাহফুজ মল্লিকসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।।