জেলায় নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত
চাঁদপুর জেলায় আরও ৪০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৪০জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৭৯১জন। মৃত্যুবরণ করেছেন ৬৭জন। চিকিৎসাধীন ৫২৪জন। কোয়ারেন্টাইনে আছেন ২৩৫০জন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১২৪টি। এর মধ্যে পজিটিভ ৪০টি এবং নেগেটিভ ৮৪টি।
আক্রান্ত ৪০জনের মধ্যে চাঁদপুর সদরে ২০জন, হাইমচরে ৪জন, মতলব দক্ষিণে ৬জন, ফরিদগঞ্জ ৫, হাজীগন্জ ১ ও শাহরাস্তি ৪জন।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় আজকে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪২২ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৪৪ হাইমচরে ১১০, মতলব উত্তরে ৯০, মতলব দক্ষিণে ১৬৮, ফরিদগঞ্জে ১৬৭, হাজীগঞ্জে ১৩৫, কচুয়া ৫৯ ও শাহরাস্তি ১৪৫জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৭জন। এর মধ্যে চাঁদপুর সদরের ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।