করোনায় আক্রান্ত ট্রাফিক ইন্সপেক্টর মামুন
হোসেন বেপারী
Link Copied!
করোনা দুর্যোগের দুঃসময়ের যোদ্ধা হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) তালুকদার আল মামুন করোনায় আক্রান্ত।
প্রখর রোদ, কিংবা বৃষ্টিতে অসুস্থ দেহ নিয়ে তিনি ছিলেন সড়কে। সড়কের এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে সামাজিক দুরত্ব ও সড়কের শৃঙ্খলা ফিরাতে যখন সাড়ে তিন হাতের দেহখানা অবসাদ ক্লান্তে নুয়ে পড়ছে, তবুও কুছ পরোয়া নেহি! কারণ তিনি করোনাযোদ্ধা।
হাজীগঞ্জের এই ইনস্পেক্টরকে নিয়ে চাঁদপুরজুড়ে ছিলো হইচই। পরিবার বাসায় রেখে কর্তব্যে অবিচল ছিলেন তিনি। দিনরাত লড়ে গেছেন তিনি। কখনো বিশ্রাম নেননি। দিনরাত এক করে দেশের সেবায় নিবেদিত প্রাণ ছিলেন তিনি। আজ তিনিই করোনা আক্রান্ত। সবার দোয়ায় তিনি করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠুক সেই প্রত্যাশা।