
গোপন ভিডিও ভাইরাল করার হুমকি: ফেনীর জাহেদ আটক



বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন এবং গোপনে ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করায় ধর্ষককে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।

র্যাব-১১ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন এবং পরবর্তীতে গোপনে ভিডিও ধারন করে সোস্যাল
মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করায় একজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামী হলো, ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশর এর ছেলে জাহেদ (৩৫)।
র্যঅব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


