প্রচেষ্টায় দুই নজরুলের চমক
উৎসবমুখর আয়োজনে শেষ হলো সেবামূলক সামাজিক সংগঠন প্রচেষ্টার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা। বিজয়ীদের তাৎক্ষণিক শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি সামছুদ্দোহা সোহেল।
রোববার বিকাল ৫ টায় হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ প্রচেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নয়টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় ৭টি পদে নির্বাচিত হয়। আজ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন জানান, সংগঠনের ৫৭ ভোটের মধ্যে ৪৯ টি ভোট পড়েছে। সংগঠনের কয়েকজন প্রবাসে থাকায় ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেনি।
সভাপতি পদে বিজয়ী মো. নজরুল ইসলাম পাটওয়ারী ৩৭ ভোট, প্রতিদ্বন্দি প্রার্থী ফয়সাল আহমেদ মজুমদার ১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. নজরুল ইসলাম মজুমদার ২৭ ভোট, প্রতিদ্বন্দি প্রার্থী প্রণয় কুমার রায় ২২ ভোট পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভপতি মো. তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মো. শাকিল সুমন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শফিউল আলম, আব্দুল মালিক ইমরান ও মোহাম্মদ মুকবুল হোসেন। সংগঠনের নেতৃত্ব বাড়াতে এ বছর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি।
ভোটগ্রহণ অনুষ্ঠান শেষে বিজয়ীরা ফটোশেসনে অংশ নেয়।