আবার প্রেমিকা হবো
আবার আমি প্রেমিকা হবো
আবার আমি হেঁটে যাবো
পথের ধুলো মেখে প্রেমিকের পাঁজরে,
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল চেপে
বলবো ভালোবাসি তাকে!
হামাগুড়ি দেব প্রেমিকের গাঁয়ে
ভালোবাসার রং মেখে।।
আবার আমি বোকা হবো
প্রেমিকের তুমুল প্রেম খুঁজতে গিয়ে ;
অভিমান আমাকে আঁকড়ে ধরবে
তবুও অট্রহাসিতে মেতে বলবো
আবার আমি প্রেমিকা হবো।।
আবার আমি স্বপ্ন বুনবো
প্রেমিকের পরশ পেয়ে;
আবার আমি দুঃখ পুষবো
ভালোবাসা লুটিয়ে!
আবার আমি স্মৃতির দেয়াল গড়বো
যেন তার চলে যাওয়াতেও তা দেখে
অতীত মনে পড়ে
অবুও!
আবার আমি প্রেমিকা হবো।।
আবার আমি পাড়ি দেবো
তার হাতে হাত রেখে
দূরদূরান্তের পথের খেলায়
গোধুলিতে অবেলায়!!
এবার আমি অংশীদারী আকাশের গল্প হবো
নতুন প্রেমিকের জন্ম দেবো
আবার আমি প্রেমিকা হবো।।
মেঘের ঘনঘটা কাটিয়ে
রোদ্দুর ছড়িয়ে
প্রানচ্ছল হাসি দিয়ে
তাকে করব অসাড়তা
আবার আমি প্রেমিকা হবো।।
আবার আমি প্রেমিকা হবো
দূরত্ব ভেঙ্গে দিয়ে
সহস্র কোটি পথ হেঁটে গিয়ে
বলবো শুধু ভালোবাসি তাকে!!
রচনাকালঃ আগস্ট -০৩-২০২০