প্রচেষ্টার পূর্ণাঙ্গ কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৬, ২০২০ | ১২:৩৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৬, ২০২০ | ১২:৩৯
Link Copied!

সেবামূলক সামাজিক সংগঠন প্রচেষ্টার উৎসবমুখর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর বুধবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের নবাগত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার।

২০২০-২০২১ সালের দুই বছর মেয়াদী কমিটিতে রয়েছেন সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিশান, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধক্ষ্য বাবুল চন্দ্র দাস, দপ্তর ও প্রচার সম্পাদক রিপন চন্দ্র শীল, ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল আহমেদ সুমন ও সমাজ কল্যাণ সম্পাদক রাজীব হোসেন পাটোয়ারী।

এছাড়া সম্মানিত সদস্য মোঃ শামসুদ্দোহা সোহেল, মোঃ বাদল আহম্মেদ, মোহাম্মদ আহসান হাবিব বেপারী, মোহাম্মদ শফিউল আলম, প্রণয় কুমার রয়, মোঃ ফয়সাল আহমেদ ও মোহাম্মদ ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

গত রোববার হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ প্রচেষ্টার কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিজয়ীদের তাৎক্ষণিক শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি সামছুদ্দোহা সোহেল।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শফিউল আলম, আব্দুল মালিক ইমরান ও মোহাম্মদ মুকবুল হোসেন। সংগঠনের নেতৃত্ব বাড়াতে এ বছর বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
`সহিংসতায় আহতেরা যে দলেরই হোক সরকার চিকিৎসার দায়িত্ব নেবে’ হাজীগঞ্জের হান্নান ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত চাঁদপুর-ঢাকা নৌ পথে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে: কাদের কোটা আন্দোলন: সারাদেশে নিহত ১০, আহত পাঁচশতাধিক কোটা আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠন সারাদেশে রেল যোগাযোগ বন্ধ আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার ব্যবস্থা হচ্ছে: আইনমন্ত্রী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ করবে শিক্ষার্থীরা অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল : প্রধানমন্ত্রী শাহরাস্তিতে কৃষকের জমি কেটে এক পরিবারের জন্য রাস্তা করলেন চেয়ারম্যান হাজীগঞ্জে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া শাহরাস্তিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মতলবে রাতে রাস্তা কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ফরিদগঞ্জে পুষ্টি বাগান তৈরির উপকরণ বিতরণ দেশের সব স্কুল- কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা আশুরার রোজার গুরুত্ব ও ফজিলত