
ফরিদগঞ্জ ও হাইমচরের দুই ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট গ্রহণ চলছে

Link Copied!


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রে ও হাইমচরের চরভৈরবী ইউনিয়ন পরিষদে ৯ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

তবে ইভিএমে প্রথমবারের মতো ভোট দেয়ায় ধীরগতিতে ভোট গ্রহণে অসন্তোষ প্রকাশ করেন ভোটাররা। প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ভোট কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় উপস্থিতি বেশি ছিল নারী ভোটার। ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ ও সাধারণ সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থী।
অন্যদিকে চরভৈরবী ইউনিয়নে ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


