
১৯ বছর পর চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সোমবার



দীর্ঘ ১৯ বছর পর চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন ৫ ডিসেম্বর সোমবার। সম্মেলনকে ঘিরে পুরো শহর জুড়ে ব্যানার-পেস্টুনের ছড়াছড়ি। বাংলাদের আওয়ামিলীগের টানা তিন মেয়াদে এখানে সাংগঠনিকভাবে জিমিয়ে পড়া নেতৃত্বকে এই সম্মেলনের মাধ্যমে পুনঃজ্জীবিত হবে প্রত্যাশা নেতা-কর্মীদের।

বাংলদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র নির্বাচনী আসন চাঁদপুর-হাইমচর উপজেলা। দীর্ঘ ১৯ বছর ধরে এখানে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের কোন কমিটি হয়নি। পুরোনো কমিটি জোড়াতালি দিয়ে চলছিল সাংগঠনিক কার্যক্রম।
সোমবার চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ত্রিবার্ষিকী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি আগামী সংসদ নির্বাচনকে সমানে রেখেই কাজ করবে প্রত্যাশা আওয়ামীলীগের ত্যগী কর্মীদের। আগামী সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে পৌর আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী ঘোষণা করেন এই আওয়ামীলীগ নেতা।
উপজলা আওয়ামীলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন প্রায় একডজন নেতা। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় অনেক নতুন মুখ দেখা গেলেও কেন্দ্রীয় নেতাসহ তৃণমূলের সিদ্ধান্তকে মেনে নিবেন পদ প্রত্যাশীরা। দলীয় লবিং গ্রুপিংয়ের মধ্যেওোোলৌ ত্রিবার্ষিকী এই সম্মেলনে চারটি পদে প্রায় দুই ডজন প্রার্থী ইতোমধ্যে নিজেদের প্রচার প্রচারণায় শেষ সময় পার করছেন। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি সদর আওয়ামীলীগে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে।


