
মতলব দক্ষিণে দুইদিন ব্যাপী ১৮তম ওয়াজ মাহফিল

Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা বাইতুল আকসা জামে মসজিদ ও মাদরাসার যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপি ১৮তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ও ৩ ডিসেম্বর শুক্রবার ও শনিবার রাতে হুরমহিষা বাইতুল আকসা জামে মসজিদ ও মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রথম দিন (২ ডিসেম্বর শুক্রবার) প্রধান বক্তার বয়ান রাখেন সু-মধুর কন্ঠস্বর, তরুণ বক্তা, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মুফতি সালমান ফারসি।
বিশেষ বক্তার বয়ান রাখেন-হযরত মাওলানা নেছার আহমেদ সাহেব (চাঁদপুর) হযরত মাওলানা শরিফুল ইসলাম মিয়াজী।
দ্বিতীয় দিন (৩ ডিসেম্বর শনিবার)প্রধান বক্তার বয়ান রাখেন সু-মধুর কন্ঠস্বর, তরুণ বক্তা, মোফাচ্ছেরে কোরআন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। প্রতিষ্ঠাতা পরিচালক, ত্ব-হা যিন নুরাইন এরাধিক একাডেমি, রংপুর। বিশেষ বক্তার বয়ান রাখেন- হযরত মাওলানা সালাউদ্দিন(চাঁদপুরী)
হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম আরবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (প্রথম দিন) মোঃ জাহিদুর রহমান (জাহাঙ্গীর)
সাবেক প্যানেল চেয়ারম্যান,৩নং খাদেরগাঁও ইউনিয়ন। (দ্বিতীয় দিন) মোঃ হালিম মিয়াজী,সাবেক ডিপুটি রেজিস্টার, মহামান্য হাইকোর্ট।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(প্রথম দিন)মোঃ লুৎফুর রহমান মিয়াজী,আমেরিকা প্রবাসী,পুটিয়া। (দ্বিতীয় দিন)প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মোঃ শাহাদাত হোসেন মিয়াজী, দুবাই প্রবাসী,হুরমহিষা হানিফ মিয়াজী বাড়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুস মুন্সি,মোঃ রাশেদ পাটোয়ারী,মোঃ হালিম প্রধান,মোঃ বাচ্চু মিয়াজী, মোঃ গিয়াস উদ্দিন জমাদার,সারোয়ার সরকার লিখন,ওসমান গনি নাহিদ’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



