
হাজীগঞ্জে গাঁজা’সহ শরীফ হোসেন গ্রেফতার

Link Copied!

হাজীগঞ্জে পুলিশের অভিযানে চার কেজি গাঁজা সহ শরীফ হোসেন’কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় চাঁদপুর টু কুমিল্লা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থান নেয় এসআই আবদুল আজিজ ও তার সঙ্গীয় ফোর্স।
ওইসময় অভিযান পরিচালনা করে গাঁজা সহ শরীফ হোসেন’কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত শরীফ হোসেন হাজীগঞ্জ উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া গ্রামের।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



