
শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সতেজীকরন এবং সমন্বয় সভা



উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাঁদপুরের অধীনে শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সতেজীকরন এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা সম্পন্ন হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মো: আবু নাজের, সমাহার(গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন) নির্বাহী পরিচালক মো.আনোয়ার হোসেন।
ওইসময় উপস্থিত অতিথিবৃন্দ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোশে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সাথে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন।


