
চাঁদপুরে নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Link Copied!

চাঁদপুরে নবান্ন উৎসব ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে “নবান্ন উৎসব-১৪২৯” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওই সময় প্রধান অতিথি হিসেবে জেলা সচিব মোঃ ইসমাইল হোসেন (খাদ্য মন্ত্রণালয়) ও বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, অগ্রহায়ণে নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। এ সময়টা গ্রাম পাড়া মহল্লা শহরের প্রতিটি বাড়িতে শুরু হয়ে থাকে পিঠা-পায়েস খাওয়ার ধুম। আজকের নবান্ন উৎসবে নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য’কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
ওই সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
Ni/N



