
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বিএনপি আইন মেনে সভা-সমাবেশ করলে সরকারের বাধা নেই: স্বপন



বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেনছেন,বিএনপি- জামাত সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা ও নাশকতা করলে কঠোর হস্তে দমন করা হবে। তারা আইন মেনে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করলে সরকারের পক্ষ থেকে আপত্তি কিংবা কোন বাধা নেই।

তিনি আরো বলেন, বিএনপি দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সমাবেশের নামে বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে। তাদের এ অরাজগতা ও বিশৃঙ্খলা দেশের মানুষ মেনে নিবে না।
তিনি বৃস্পতিবার চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী,তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি: আব্দুল মোতালেব প্রমুখ।
ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।


