
কোরআনের হাফেজ হলেন ধেররার নাজমুল

আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ৩:৫২

আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ৩:৫২
Link Copied!

দেড় বছরে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন বায়তুল ফোরকান হেফজো ও এতিম খানা’র শিক্ষার্থী মো. নাজমুল হাসান(১৩)।
পবিত্র কোরআনই একমাত্র কিতাব, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয়। কোরআনে কারিম মুখস্থকারীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নানান পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। একাধিক হাদিসে কোরআন তেলওয়াতকারী, কোরআনের হাফেজ ও কোরআনের ধারক-বাহকদের মার্যাদার কথা বলা হয়েছে। এসব হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা।
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মের প্রতি মমত্ববোধ এবং আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য নিজে যেমন কোরআন তেলাওয়াত শিখেন, তেমনি সন্তানদের শেখান। অনেকে আবার সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ বানান।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে হেফজ সম্পন্ন করো মো. নাজমুল হাসান। নাজমুল হাসান হাজীগঞ্জ পৌরসভার ধেররা রহিম উদ্দিন হাজী বাড়ীর বাসিন্দা মো. কাশেমের ছেলে।
শুক্রবার নিজ গ্রামের জামে মসজিদে উপস্থিত মুসুল্লিদের কোরআন তেলওয়াত করে শুনিয়েছেন এই ক্ষুদে হাফেজ।
পরে এলাকাবাসীর পক্ষে মো.রাকিবুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম, আহসান, জুলাস মোল্লা, মামুন বেপারীসহ আরো অনেকেই ফুলের মালা দিয়ে সদ্য হেফজ সম্পন্ন করা নাজমুল হাসানকে বরণ করে নেয়।



ট্যাগ:
সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত
করোনায় মৃতদেহ দাফনকারী রফিকুলের মৃত্যু
হাজীগঞ্জে স্কুল ছাত্রের সাথে কলেজ ছাত্রী উধাও
হাজীগঞ্জ বাজারে হামলার ঘটনায় নিহত তিন, পুলিশসহ আহত ৩০
হাজীগঞ্জ বাজার ৯ দিন বন্ধ ঘোষণা
হাজীগঞ্জে একদিনে ছয় জনের মৃত্যু
হাজীগঞ্জের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা রাজু করোনায় মৃত্যু
সকালে হাজীগঞ্জে ৫ জনের মৃত্যুর খবর, চারদিনে ২০ জন
