
ফরিদগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত



ফরিদগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা , জয়িতাদের সম্মাননা প্রদান ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অথিদপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী হুমায়ূন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম , মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ইত্তেফাক প্রতিনিধি ও
প্রেসক্লাব সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, নারী সংগঠক ও স্কুল শিক্ষক সুলতানা রাজিয়া দিপু প্রমূখ।
বড়ালী এলাকার নাজমীন আক্তারকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, আস্টা এলাকার আনোয়ারা বেগমকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সাছিয়াখালী এলাকার জুলেখা বেগমকে সফল জননী নারী ও চরমান্দারী এলাকার মনোয়ারা বেগমকে সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখায় ২০২২-২০২৩ অর্থ বছরের শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নির্বাচিত করা হয়েছে।
Ni/N


