
ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!


বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরেফিন ইসলাম আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক সর্দারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আমিনুল হক বাবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি ইয়াছিন বকাউল রিয়াদ ও সাধারণ সম্পাদক ফাহাদ আল হাসিব ও গাজী মো. শাহাদাত প্রমুখ।


