
ফরিদগঞ্জে ১৫ দিনের জন্য আমরণ অনশন স্থগিত করল অসহায় পরিবার



অবশেষে প্রশাসনের আশ্বাসে টানা আমরণ অনশন স্থগিত করেছে ফরিদগঞ্জের অসহায় পরিবারের সদস্যরা। বৃহম্পতিবার রাতে স্থানীয় অফিসার্স ক্লাবে ইউএনওর সাথে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় ভুক্তভোগী পরিবারটি।

পৈত্রিক সম্পত্তি রক্ষা, হামলার ঘটনায় পুলিশ ব্যবস্থা এবং ১৪৫ ধারা দায়েরকৃত মামলায় উপজেলা ভূমি অফিস কর্তৃক প্রদানকৃত রিপোর্ট প্রত্যাহারের দাবীতে গত ২ জানুয়ারি থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে শেখ ফরিদ তার পরিবারের সদস্যদের আমরণ অনশনে বসে।
গত দুই বছর ধরে সম্পত্তিগত বিরোধ নিয়ে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের অনশনকারী শেখ ফরিদ মৃধা ও ফয়েজ মৃধা পরিবারের সাথে ঢাকার মুগদা থানার আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোশারফ হোসেন বাহার গংদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
শেখ ফরিদ জানান, তাদেরকে অন্যায় ভাবে পৈত্রিক ভিটে মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারার অংশ হিসেবে তাদের উপর গত দুই বছর ধরে ধারাবাহিক ভাবে হামলা, ভাংচুর এবং দখলের চেষ্টা চললেও তারা প্রশাসন ও পুলিশের থেকে বাস্তবিক অর্থে কোন সহযোগিতা পাননি। ১৫দিনের মধ্যে বিষয়টির সুরাহার লক্ষ্যে আমরণ অনশন স্থগিত করেন তারা।
বৃহস্পতিবার রাতে ওই বৈঠকে ইউএনও ছাড়াও থানার ওসি আবদুল মান্নান, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, রূপসা উত্তর ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাব সম্পাদক আব্দুস ছোবহান লিটন , সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।


