
সড়ক দুর্ঘটনা
কচুয়ায় বোগদাদ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত



চাঁদপুর-কুমিল্লা কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় বোগদাদ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাদ্রাসার শিক্ষক জাহিদ হোসেন ও ছাত্র জাবের হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রসুলপুর ঘোষের বাড়ীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তারা বরুড়া উপজেলার লক্ষীপুর আবাবিল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ।

প্রত্যক্ষদর্শী শুভ কর্মকার বলেন, কুমিল্লাগামী বোগদাদ ও শাহরাস্তিগামী মোটরসাইকেল রসুলপুর ঘোষের বাড়ী মোড়ে এই সংঘর্ষের কবলে পড়ে। ঘটনাস্থালে মোটরসাইকেল চালক মারা যান। মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, নিহতরা শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও হাজী বাড়ীর আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন ও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দাসতিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জাবেদ হোসেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়।
এরআগে সোমবার বিকাল শাহরাস্তি উপজেলায় পিকআপ চাপায় চার বছরের দ্বীন মোহাম্মদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির হাজী বাড়ির শরিফুল ইসলাম এর ছেলে।


