
ইপিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এএসপি পঙ্কজ কুমার দে



মাদক বিরোধী ইপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।

শনিবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় ১৮দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো কারী জাকির হোসেন।
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আক্তার হোসেনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক জাহিদ হোসেন টিটু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মের্সাস খন্দকার মা মনি ট্রেডিং প্রোপাইটার রোটাঃ মো. মনিরুজ্জামান খন্দকার, ক্রীড়া ব্যক্তিত্ব জামাল হোসেন, ইলিয়াস আহমেদ, সাইফুল ইসলাম স্বপন, কবির হোসেন মুন্সী, সালেহ আহমেদ রানা, এস.এম রাসেল মজুমদার, এনায়েতপুর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
একইদিনে দ্বিতীয় অধিবেশনে এনায়েতপুর সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।


