
কুমিল্লায় ২২৭ বোতল ফেন্সিডিল’সহ কুদ্দুস গ্রেফতার: সিএনজি জব্দ

Link Copied!


কুমিল্লায় বিশেষ অভিযানে ২২৭ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২২ জানুয়ারী সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২৭ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার জেলার বরুড়া থানার তুলাগাও গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ কুদ্দুস রহমান (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


