
নিখোঁজ বোরহানকে খুঁজছে পরিবার

Link Copied!


কচুয়া উপজেলার রহিমানগর কোয়ালথুড়ী গ্রামের খাসের বাড়ীর বোরহান (১৬) কে খুঁজছে তার পরিবার। গত শুক্রবার জোহরের নামাজের পর বাড়ী থেকে নিখোঁজ হয় বোরহান। তার বাবার নাম মো. কামাল হোসেন।

নিখোঁজ বোরহানের ভাই শরীফ ও আরিফ জানান, আমরা দরিদ্র পরিবারের সন্তান। তিন ভাই দুই বোন। বোরহান সহজ-সরল স্বভাবের। সে করোনাকালীন সময়ে বাড়ীতে থাকতো। তার আগে রহিমানগর বাজারের একটি হোটেলে চাকরী করেছিল। গত দুইদিন ধরে বোরহানকে আত্মীয় স্বজনদের বাড়ী বাড়ী খুঁজেও পাওয়া যাচ্ছে না।
বোরহানের খোঁজ পেলে ০১৮৬৮১৫৮৭১৩ অথবা ০১৮৪২২০৮৩৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা গেল।


