
কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

Link Copied!

বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আবদুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের আয়োজনে এসব উপবৃত্তি প্রদান করা হয়।
কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আফজাল মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুমের কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা শহীদ উল্যাহ বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, সন্তোষ চন্দ্র সেন, সহদেবপুর পঃ ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া সহ প্রমুখ।


