
হাজীগঞ্জে মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!


হাজীগঞ্জে মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা নানা আয়োজনের মধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার হোয়াইট হাউজে মোবাইল সমিতির সকল সদস্যদের উপস্থিতি সভার কার্যক্রম হয়।
সমিতির প্রথম সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজ রোমান । মোবাইল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিশুর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আবুল হোসেন হাসেমের স্বাগত বক্তব্যে শুরু করেন অনুষ্ঠানটি।

হাজীগঞ্জ বাজারের মোবাইল সমিতির সদস্যরা বার্ষিক হিসাব পর্যালচনা, ব্যবসার নানা কৌশল ও সদস্য তালিকাভূক্ত বিষয়ে আলোচনা হয়।
প্রীতিভোজ শেষে সকল সদস্যরা রেফেল ড্র অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

