
হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি আছে, নেই কার্যক্রম!



২০২০ সালের ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় দিনে গঠন করা হয় হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানের স্বাক্ষরিত কমিটিতে ডেন্টিষ্ট শিউলী মজুমদারকে সভাপতি ও শেফালি আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পাঁচ বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেয়া হয়।
৫১ সদস্য বিশিষ্ট পাঁচ বছর মেয়াদী কমিটির প্রায় তিন বছরে। কিন্তু মাঠ পর্যায়ে কিংবা কোনো আনুষ্ঠানিকতায়ই দেখা যায়নি উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীদের।

জানতে চাইলে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেন্টিষ্ট শিউলী মজুমদার জানান, মহামারী করোনা ভাইরাসের কারনে আনুষ্ঠানিক কোনো কার্যক্রমই করতে পরেনি। তবে কমিটির মেয়াদকালের বাকী দিনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০২০ সালে গঠন করা কমিটি সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম, সহ-সভাপতি লিমা আক্তার, আখি বেগম, মৌসুমি আক্তার, নাজমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ডেন্টিষ্ট আছমা আক্তার, রোজা ইসমাইল, সাংগঠনিক সম্পাদক নুর জাহান বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক শরুফা খাতুন, কোষাধ্যক্ষ তানিয়া বেগম, দপ্তর সম্পাদক মুন্নি আক্তার, প্রচার সম্পাদক লাখি আক্তার’সহ কমিটিতে মোট ৫১ জনকে রাখা হয়েছে।

