
রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই হুমড়ি খেয়ে না পড়ার আহবান টিপু মুন্সীর



রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই একসাথে হুমড়ি খেয়ে না পড়ার আহবান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর।

শুক্রবার বিকালে চাঁদপুরের পুলিশ লাইনন্সের মিলনায়তনে রোটারী ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলী ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, ডলারের দাম বেড়েছে। তাই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানী করতে হয়। সেসব পণ্য সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে রমজানের কয়েকটি পণ্য সাশ্রয়ী দামে দিয়েছে।

বাজার মনিটরিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানে নতুন করে দ্রব্য মূল্যের দাম বাড়বে না। বাজার মনিটরিংয়ের ভোক্তা অধিকার আছে। প্রত্যক কমিশনার, ডিসিকে ইনফরমেশন দেয়া আছে। সেই সাথে র্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজেষ্ট্রেটগণ মাঠে থাকবে।
তিনি আরো বলেন, যারা যারা অবৈধভাবে দাম বাড়ানোর এবং মজুদ করার চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অনুষ্ঠানের আগে বাণিজ্য মন্ত্রী বৃক্ষরোপণ, দশটি সেলাই মেশিন বিতরণ ও টিউবওয়েল বিতরণ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেনসহ আরো অনেকেই।

