
মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা

Link Copied!


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ড্রেজার মালিককে দুই লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়।


