দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেত্রী শখ
করোনাকালে গত ১২ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়েতে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীর একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক রহমান জনের সঙ্গে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন।
শখের ঘনিষ্ঠ একটি সূত্র এই প্রতিবেদকের কাছে দাবি করেছে, ঈদের পর বিয়ের খবর ঘটা করে সবাইকে জানাতে চান জন-শখ দম্পতি।
এ প্রসঙ্গে আনিকা কবির শখের সঙ্গে বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল ও ম্যাসেজ পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
এদিকে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায়।