কুমিল্লায় ২৪ কেজি গাঁজা’সহ গ্রেফতার চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৫:৫৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৫:৫৬
Link Copied!

কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ২৪ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৭ মার্চ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর আমিন নগর গ্রামের মোঃ ছাদেক আলীর ছেলে মনির হোসেন (৩০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৭ মার্চ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর আমিন নগর গ্রামের মোঃ ছাদেক আলীর ছেলে মনির হোসেন (৩০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সমসপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০), একই থানার গিত্তাশাল গ্রামের মৃত সেলিমের ছেলে শাহ আলম সজিব ওরফে আরিয়ান (২০), রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন (১৯)।

 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: