ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহনন

আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ২৮, ২০২০ | ৬:৫৮
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ২৮, ২০২০ | ৬:৫৮
Link Copied!

ফরিদগঞ্জে তানিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর আত্মহনন করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম সাহেবগঞ্জ গ্রামের হাজী বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের খালা ফাতেমা বেগম জানান বিকেলে সবাই মিলে টিভি দেখার পরে কার সাথে মোবাইল ফোনে কথা বলার পর তার রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমি আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: