মতলব উত্তরে মইনীয়া যুব ফোরাম উদ্যোগে কারবালা স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল (দ) আলহাজ্ব শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নির্দেশে মইনীয়া যুব ফোরাম মতলবউওর উদ্যোগে তালতলী ঢালী বাড়ি প্রাঙ্গণে ৩১ আগষ্ট বিকেলে শোহাদায়ে কারবালা স্মরনে মিলাদ , দোয়া ও তাবারকের আয়োজন করা হয়েছে। মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ,খলিফা আলমগীর হোসেন, খলিফা বোরহান উদ্দিন দর্জি, আলহাজ্ব আব্দুর রশিদ সরকার,মতলব উত্তর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান,ছেংগারচর পৌর যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া,প্রচার সম্পাদক লোকমান হোসেন সরদার, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হক সাগর , সফিকুল ইসলাম বাচ্চু ঢালী, আব্দুস সোবহান বেপারী প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন তালতলী জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খোরশেদ আলম।তত্তাবধানে ছিলেন মইনীয়া যুব ফোরামের ইসতিয়াক জামান নাফিজ,হৃদয় হোসেন প্রধান,মহিন উদ্দিন দেওয়ান,অপু হোসেন বেপারী, , শান্ত বেপারী, ফরহাদ হোসেন দর্জি ।