শুয়ে-বসে দিন কাটালেন খালেদা জিয়া
হোম কোয়ারেন্টাইনে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সারা দিন গুলশানের নিজ বাসভবন ফিরোজায় নিজের বেডরুমেই ছিলেন তিনি। সারা দিন শুয়ে-বসেই কাটিয়েছেন।
তাকে দেখতে শুধু গৃহকর্মী ফাতেমা ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন তার কক্ষে গিয়েছিলেন।
বুধবার কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া।
দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসনের ফলোআপ চিকিৎসা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা যে চিকিৎসা দিতেন তার ফলোআপ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজন ছাড়া কারো সেখানে যাওয়া ঠিক নয়। যদি তিনি প্রয়োজন মনে করেন তবে যাকে বলবেন শুধু তিনিই যাবেন।