চাঁদপুরে সহস্রাধিক ঈদগাহে মুসল্লিদের নামাজ আদায়
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরে সহস্রাধিক ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসল্লীরা। সকাল ৭ টা থেকে জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ শুরু হয়।
জেলার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে তিনটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ১ম জামাত সকাল ৭ টায়, ইমামতি করবেন মুফতি মো.আবদুর রউফ, ২য় জামাত ৮ টায় ইমামতি করেন মাও.হাফেজ মো.আনাছ ও শেষ জামাত হবে ১০ টায় ইমামতি করেন মাও.হাফেজ মো.এমদাদ উল্লাহ।
এছাড়া জেলা আউটডোর স্টেডিয়াম ঈদগাহ প্রাঙ্গণে সকাল ৮ টা জেলার দ্বিতীয় বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।